গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউপি উপ নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউপি উপ নির্বাচনের তফসিল ঘোষণা

 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৪ নং লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শূন্য পদের উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র যাচাই-বাচাই ২৬ সেপ্টেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুসন গত ৪ জুন মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়ে যায়। তার মৃত্যু পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ৭নং ওয়ার্ড সদস্য মানিক মিয়া।