মাহি উদ্দিন সেলিমের মহানুভবতা !

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

মাহি উদ্দিন সেলিমের মহানুভবতা !

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ক্রীড়া সংস্থার খন্ডকালীন কর্মচারী (ইলেকট্রিশিয়ান কাম অফিস সহায়ক) আব্দুল হান্নান মোল্লা তার দৈনন্দিন কাজে কর্মরত থাকাবস্থায় মই ভেঙ্গে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হলে তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার বহন করে আসছেন এবং তার উন্নত চিকিৎসার জন্য ১৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে সকালে এয়ার এ্যাম্বুলেন্স (হেলিকপ্টার) যোগে স্কয়ার হাসপাতাল, ঢাকা-এ প্রেরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক , সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম। তাঁর শারীরিক অবস্থার উন্নতি তথা দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করার লক্ষ্যে ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সকলের প্রতি অত্র সংস্থার পক্ষ হতে সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বিশেষভাবে আহবান জানান।