কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি স্টিল নৌকা জব্দ

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি স্টিল নৌকা জব্দ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর লিজ বহির্ভূত বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি স্টিল বডি নৌকা জব্দ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২ টায় কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল অভিযান চালিয়ে এই দুইটি নৌকা আটক করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে অভিযানের অংশগ্রহণকারী কোম্পানীগঞ্জ থানার এসআই মুস্তাক আহমদ জানান লিজ বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে এ দুইটি নৌকাকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।