নগরীর প্রবেশ মুখে যানজট দায়ভার কার? অজানা পথে – ৪২

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

নগরীর প্রবেশ মুখে যানজট দায়ভার কার? অজানা পথে – ৪২

লতিফ নুতন : নগরীর বিভিন রাস্তায় সংষ্কার কাজ চলছে তাতে অবশ্যই তা মেনে নিতে হবে নগরবাসীকে যানজট ফুটপাত দখল নিয়ে হকারের বকে ছরি মারতে চাই না। সিলেটে বতমান সরকারের উনয়নের ট্রেন চলছে। উন্নয়নের কাজের জন্য আমাদেরকে কিছটা হলের দভোগ পোয়াতে হবে। তবে আমাদেও টাফিক পলিশের জনবলের বাড়াতে হবে। গতকাল যানজট দেখতে ঘরে বেড়ালাম নগরীতে মনে হল নগরীর বানিজ্যিক পাড়ায় যানজট নেই। শুধ মাত্র নগরীর পবেশ মখে যানজট। নগরীর কদমতলী, হুমায়ন রশীদ ষ্কয়ার, জালোপাড়া থেকে কীণ বিজ হলে
কেন্দীয় বাস টার্মিনাল রোড়, দক্ষিন সরমা বাবনা মোড় পর্যন্ত যানজট লেগে থাকেএছাড়া উপশহর পয়েন্ট থেম্ব টার্মিনালে যাওয়ার জন্য
কদমতলী থেকে ক্বিন ব্রিজ দক্ষিণ সুরমা এলাকায় যানজটের মূল কারন। উপশহর থেকে সবহানীঘাট পর্যন্ত যানজটের জন্য ক্লিনিক গুলোরবপ্রবেশ মখে এলোপাতাড়ি যান দাড়িয়ে থাকার জন্য যানজটের সষ্টি হয়। ক্লিনিক গুলোর সামনে ক্লিনিকের নিজস্ব কোন যানজট নিরসনে কোন পদক্ষেপ নেই আম্বরখানা পয়েন্টে যানজট চোখে লাগার মত তবে আমি বলতে চাই সিলেটের ট্রাফিক ব্যবস্থ্যা অনেকটা ভাল। যানজটের আরো কারণ যত্রতত সিএসজি অবৈধ ষ্টেড। অবৈধ গাড়ী গাড়ী দাড়িয়ে থাকা বিশেষ করে সিএনজি ষ্টেড। সিলেটে যানজট প্রকট আকার ধারণ করেছে নগরবাসীর আভিযোগ। নগরীর ফুয়াতপাতগুলো দখল হওয়া, ট্রাফিক অব্যবস্থাপনার কারণে যানজটঅসহনীয় রূপ নিয়েছে বলে মনে
করছেন নগরবাসী। মঙ্গলবার দুপরে নগরীর জেল রোড, বন্দরবাজার, জিন্দাবাজার, লামাবাজার, চৌহাট্টা, দরগা গেট,আম্বরখানা, ওসমানী মেডিকেল রোড, মিরাবাজার, নাইওরপল, শিবগঞ্জ সোবহানীঘাট, নয়াসড়ক, কুমারপাড়া, তালতলা, কিনব্রিজসহ প্রতিটি সড়কে ছিল তীব্র যানজট।
এসব রোডে যানজটের কারণে গলি পথগুলোও ছিল অনেকটা অবরুদ্ধ। মূলত সংষ্কার কাজের জন্য যানজট সষ্টি হচ্ছে। তবে ট্রাফিক পলিশের জনবল আরো বদ্ধি করা প্রয়োজন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ