করোনা আপডেট : ওসমানীর ল্যাবে আরও ১৫ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

করোনা আপডেট : ওসমানীর ল্যাবে আরও ১৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ২৬৮ জনের নমুনা পরীক্ষায় এই ১৫ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ১৩ জনই সিলেট জেলার। এছাড়া সুনামগঞ্জ ও হবিগঞ্জের একজন করে রোগী রয়েছেন।

তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে ২ জন চিকিৎসক রয়েছেন।

এরআগে শাবিপ্রবির ল্যাবে নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়।