বলিউড অভিনেত্রী কঙ্গনাকে ধুয়ে দিলেন জয়া

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

বলিউড অভিনেত্রী কঙ্গনাকে ধুয়ে দিলেন জয়া

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার অভিনেত্রী কঙ্গনা রানাউত।

সুশান্তের মৃত্যুর জন্য স্বজনপ্রীতিকে দায়ী বলে সোচ্চার হওয়া এই অভিনেত্রী বলিউডে মাদক যোগের বিষয়টি সামনে তুলে আনেন।

এরপর নানা বিষবাক্যে বলিউডকে আক্রমণ করে নানা বিতর্কিত মন্তব্য করছেন তিনি।

বলিউড নিয়ে কঙ্গনার এমন সব মন্তব্যে এবার চটেছেন বর্ষীয়ান অভিনেত্রী ও বিগবির স্ত্রী জয়া বচ্চন।

সোমবার ভারতের সংসদে দ্বিতীয় দিনে নিজের বক্তব্যকালে কঙ্গনাকে ধুয়ে দেন জয়া।

রাজ্যসভায় দাঁড়িয়ে জয়া বচ্চন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‌‘বিনোদন জগতের মানুষদের সোশ্যাল মিডিয়ায় ভর্ৎসনার শিকার হচ্ছে। যে সব লোকেরা এই ইন্ডাস্ট্রিতে এসেই নাম কামিয়েছেন, তারাই এখন একে ‘নর্দমা’ বলছেন। আমি এর সঙ্গে একেবারেই একমত নই। আশা করব, এই ধরনের লোকদের এই ভাষা ব্যবহার বন্ধ করতে বলবে সরকার।’

সম্প্রতি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে ‘নর্দমা’ বলে অভিহিত করেছিলেন কঙ্গনা।

কঙ্গনার সেই মন্তব্যের জেরেই সংসদে এমন বক্তব্য রাখেন অভিনেত্রী ও ভারতের সমাজবাদী পার্টির সংসদ সদস্য জয়া বচ্চন।

এদিন কঙ্গনাকে একহাত নেয়ার পর জয়া ক্ষোভ ঝাড়েন বিজেপির এমপি ও অভিনেতা রবি কিষাণের ওপরেও।

রবি কিষাণ বলেছিলেন, ‘দেশের যুব সম্প্রদায়কে শেষ করে দিতে ষড়যন্ত্র চলছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতেও মাদকাসক্তি রয়েছে। অনেককেই ধরা হয়েছে। খুব ভালো কাজ করছে এনসিবি। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলব কেন্দ্রীয় সরকারকে।’

রবি কিষাণের ওই মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ জয়া বলেন, ‘মাত্র কয়েকজনের জন্য গোটা ইন্ডাস্ট্রিকে আপনি কাঠগড়ায় দাঁড় করাতে পারেন না। আমি লজ্জিত যে গতকাল আমাদের লোকসভার এক সদস্য, যিনি নিজেই ফিল্ম ইন্ডাস্ট্রির লোক হয়ে এর বিরুদ্ধে কথা বলেছেন। এটা খুবই লজ্জার।’

সূত্র: হিন্দুস্তান টাইমস