সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: “খাদ্যের কথা ভাবলে পুষ্ঠির কথা ভাবুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বহুখাতভিত্তিক পুষ্ঠি কার্যক্রম বাস্তায়নে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পুষ্ঠি সমন্বয় কমিটির দ্বি-বার্র্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভ‚ঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ ানার ওসি আরিফুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, পতনঊষার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মলিক সাগর, প্রভাষক শাহাজান মানিক, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনা, সিএনআরএস সুচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার এবিএম মোয়াজ্জেম হোসেন, সেভ দ্যা চিলড্রেন এর টেকনিক্যাল ম্যানেজার ফাতেমা কানিজ প্রমুখ।
সভায় প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি বলেন, সমাজে নিজেদের অসচেতনতা ও অজ্ঞতার কারণে শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষ পুষ্ঠিগুন সম্পন্ন খাদ্য খাচ্ছেন না। হাতের নাগালের মধ্যেই পুষ্ঠিগুণ সম্পন্ন প্রচুর খাদ্য সামগ্রী আছে তা খেলে মানব দেহের পুষ্ঠির অভাব ূর হয়। আর এজন্য বেশী অর্থও ব্যয় করতে হয় না। বিশেষ করে শিশুকালে পুষ্ঠিগুণ সম্পন্ন খাবার না খেলে শিশুরা পুষ্ঠিহীন হয়ে অনেকটা খর্বকৃতির হয়ে বেড়ে উঠে। তা শেও জাতির জন্য ক্ষতির কারণ। তাই সরকার যে পুষ্ঠি প্রকল্প বাস্তবায়নে সরকারী সংস্থার পাশাপাশি বেসরকারী সংস্থঅর মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করছেন সবাই তা সফল করতে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি