সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নিজ কাড়াবাল্লা গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুটুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। জানা যায়, ক্যান্সারে আক্রান্ত বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুটু সিলেট শহরের নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৪টার দিকে মারা যান, (ইন্নানিল্লাহি…………রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, সাত মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ আসর নিজ কাড়াবাল্লা জামে মসজিদ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুটুর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে শরীক হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুর রহমান, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাবেক চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, সুরতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সেলিম চৌধুরী মেম্বার সহ বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুটু, সহকর্মী বীরমুক্তিযোদ্ধাগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ হাজারো মানুষ। জানাজার নামাজ শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এ বীরমুক্তিযোদ্ধাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুটুর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন মহল।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি