যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় স্যালির সর্বনাশা তাণ্ডব

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় স্যালির সর্বনাশা তাণ্ডব

অনলাইন ডেস্ক :

ঘূর্ণিঝড় স্যালির তাণ্ডবে যুক্তরাষ্ট্রের আলাবামা-ফ্লোরিডা উপকূলে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে উপসাগরীয় উপকূলে আছড়ে পড়ে গ্রীষ্মমণ্ডলীয় এই ঝড়। এতে রাস্তাগুলো ডুবে যাওয়ার পাশাপাশি কয়েক লাখ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার ঝড়টিকে ‘ঐতিহাসিক ও সর্বনাশা’ বন্যা হিসেবে বর্ণনা করেছে। এ ঝড়ের তাণ্ডবে প্রায় ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

গালফ কোস্ট দিয়ে স্থলে উঠে আসার পর দুর্বল হয়ে একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও এর প্রভাবে ভারী বৃষ্টিপাতে বেশ কিছু স্থানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

স্যালি আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ মাইল বা ১৬৯ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হওয়ায় গালফ কোস্টের বেশ কিছু অংশ তলিয়ে গেছে, ঝড় কমে যাওয়ার পর আরও বৃষ্টিপাত হবে বলে ধারণা করা হচ্ছে।

ফ্লোরিডার পেন্সাকোলার উপকূলীয় এলাকাগুলো দেড় মিটার পানির নিচে তলিয়ে গেছে। রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।