সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
অনলাইন ডেস্ক :
সিরিয়ায় তথাকথিত আইএসে যোগ দেয়ায় ওয়াশিংটনের কৌঁসুলিরা এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
বুধবার বিচার বিভাগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। খবর এএফপির।
অভিযোগপত্রে বলা হয়, লিরিম সাইলাজমানি ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে আইএসকে সহযোগিতা করার ষড়যন্ত্র এবং তাদের সরঞ্জামাদি সরবরাহ করে।
আইএস একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বিচার বিভাগ আরও বলেছে, তিনি স্বঘোষিত খেলাফত থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
কসোভোতে জন্মগ্রহণ করা সাইলাজমানি ব্যাপারে দেয়া ওই বিবৃতিতে ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি শেরউইন বলেন, এ বিবাদী একজন মার্কিন নাগরিক। তিনি দেশত্যাগ করে সিরিয়ায় গিয়ে আইএসআইএসে যোগ দেন।
তিনি আরও জানান, তার কর্মকাণ্ডের জন্য আমেরিকান আদালত কক্ষে তাকে এখন কাঠগড়ায় দাঁড় করানো হবে।
বিবৃতিতে বলা হয়, গত বছর যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) সাইলাজমানিকে আটক করে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি