সিলেট ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
অনলাইন ডেস্ক :
সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ম্যানেজার এ এস এম ফারুক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান হোসেন ইমারের ভগ্নিপতি এ এস এম ফারুক।
১৯৭৭ সালে ঢাকায় এমসিসির বিপক্ষে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার সেই ঐতিহাসিক ম্যাচের দলে ছিলেন ফারুক। এরপর ১৯৭৯ সালে আইসিসি ট্রফির প্রাথমিক দলেও ছিলেন তিনি। যদিও চূড়ান্ত দলে সুযোগ হয়নি তার। তবে ক্লাব ফুটবলে মোহামেডানের অধিনায়ক ছিলেন তিনি। পরে এই ক্লাবের সংগঠক হিসেবে যুক্ত ছিলেন তিনি।
খেলোয়াড়ি জীবন শেষে সত্তরের দশকের শেষদিকে ম্যানেজার এবং সংগঠক হিসেবে পরিচিতি পান ফারুক। ২০০৩ বিশ্বকাপে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও যুবাদের ম্যানেজার ছিলেন। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি।
এ এস এম ফারুকের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি