সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
অনলাইন ডেস্ক :;
রাজধানীর তেজগাঁও এলাকার তেজগাঁও থানার এলেনবাড়ী সরকারি কোয়ার্টারের পাঁচতলার ছাদে এক অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার করে।
রাজধানীর তেজগাঁও এলাকার একটি বাড়ির ছাদ থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। পুলিশ বলছে, ওই নারীকে ধরে ছাদে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কেউই তাঁকে শনাক্ত করতে পারেননি।
পুলিশের তেজগাঁও থানার ওসি সালাহ উদ্দিন যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে তাকে খুন করেছে দুর্বৃত্তরা। খুনের পর লাশ পাঁচ তলার ছাদে রেখে চলে যায় তারা।
মাহমুদ খান বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে যায়। নিহত নারীর পরনে ছিল হলুদ কামিজ ও কালো সালোয়ার। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের আগে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না, ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি