কানাইঘাটে গৃহবধু নিখোজ

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

কানাইঘাটে গৃহবধু নিখোজ

কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট উপজেলার পৌরসভাস্থ মহেষপুর গ্রামের রুবেল আহমদের স্ত্রী এক সন্তানের জননী রুমানা বেগম আজ ৫দিন ধরে নিখোজ রয়েছে। এ ব্যাপারে নিখোজের স্বামী রুবেল আহমদ কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়রী করেন। থানার ডায়রী নং ৭১৪। জানা যায় রুবেল আহমদ পেশায় একজন রং মিস্ত্রি। নিখোজের দিন রুবেল আহমদ গোয়াইঘাট উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে রং’য়ের কাজে ছিলেন। ঐদিন তার স্ত্রী রুমানা বেগম ৩ বছরের শিশু কন্যাকে ঘরে রেখে নিখোজ হয়। নিখোজ রুমানার বাবার বাড়ি গোয়াইনঘাট উপজেলার পর্নগ্রামে। তবে রুমানার স্বামী রুবেল জানিয়েছে তার স্ত্রী রুমানাকে সকল জায়গা খুজাখুজি করে পাওয়া যায়নি। সে গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে নিখোজ হয়। নিখোজের সময় রুমানার পরনে ছিল চেক শাড়ি ও পায়ে ছিল চটি স্যান্ডেল।