জুভেন্টাস ছাড়ছেন হিগুয়াইন, যাচ্ছেন যুক্তরাষ্ট্রে!

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

জুভেন্টাস ছাড়ছেন হিগুয়াইন, যাচ্ছেন যুক্তরাষ্ট্রে!

অনলাইন ডেস্ক :
জুভেন্টাস ছাড়ছেন গনজালো হিগুয়াইন।

সেরিআ চ্যাম্পিয়নদের সঙ্গে ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি ছিল তার । সেই চুক্তি নবায়ন করছেন না তিনি ।

হিগুয়াইনের জুভেন্টাস ছাড়ছেন এ তথ্য টুইটারে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

মাঠে তার দারুণ কিছু মুহূর্তের ভিডিও দিয়ে এক টুইটবার্তায় ইগুয়াইনকে শুভকামনা জানিয়েছে ক্লাবটি।

আর্জেন্টাইন তারকার পরবর্তী গন্তব্য কোথায়? সেই প্রশ্নে ইতিমধ্যে জোর গুঞ্জন উঠেছে, যুক্তরাষ্ট্রে ডেভিড ব্যাকহামের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে যাচ্ছেন তিনি।

মিয়ামি কোচ দিয়েগো আলনসোও জানিয়েছেন, হিগুয়াইনের সঙ্গে দর কষাকষি শুরু করে দিয়েছেন তারা। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো যাচ্ছে না।

২০১৬ সালে ইতালির আরেক ক্লাব নাপোলি থেকে সাড়ে ৭ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে জুভেন্তাসে নাম লেখান হিগুয়াইন। ওই সময়ের বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের মধ্যে তৃতীয় ছিলেন তারকা এই স্ট্রাইকার।

জুভেন্টাসের হয়ে ১৪৮টি ম্যাচ খেলে ৬৬ গোল করেছেন হিগুয়াইন।