হোয়াইট হাউস থেকেই জাতিসংঘের ভাষণ দেবেন ট্রাম্প

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

হোয়াইট হাউস থেকেই জাতিসংঘের ভাষণ দেবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক::

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে মঙ্গলবার নিউইয়র্কে যাবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু হোয়াইট হাউস থেকেই তিনি ভাষণ দেবেন বলে তার চিফ অব স্টাফ মার্ক মিডোস জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

উইসকনসিনের একটি রাজনৈতিক প্রচারে যোগ দিতে ট্রাম্পের উড়াল দেয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিডোস বলেন, তিনি যাচ্ছেন না।

গত মে মাসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আভাস দেন যে, করোনাভাইরাসের কারণে বিশ্ব নেতারা সশরীরে সফর না করে ভিডিও বার্তার মাধ্যমে তাদের বক্তব্য পাঠাবেন।

আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। যাতে প্রথা অনুসারে ব্রাজিলের পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভাষণ দেবেন।