আইপিএলে সবচেয়ে বেশি টাকা পাচ্ছেন কোহলি, ধোনি-রোহিত কত?

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

আইপিএলে সবচেয়ে বেশি টাকা পাচ্ছেন কোহলি, ধোনি-রোহিত কত?

স্পোর্টস ডেস্ক :

ভারতে করোনার বিস্ফোরণের পরও শুরু হতে চলেছে দেশটির জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

তরে বিকল্প হিসাবে আয়োজকরা বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। শনিবার রাত ৮টা থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের প্রথম ম্যাচ।

কারণ, করোনার কারণে কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না। দেখা মিলবে না চিয়ারগার্লদের।

যে কারণে আইপিএলের ১৩ তম আসরের আনুসঙ্গিক বিষয় নিয়ে কোনো মাতামাতি না থাকলেও এখনই যে বিষয়ে ক্রিকেটপ্রেমীরা বেশ কৌতূহলী হয়েছেন, তাহলো – আইপিএলে কোন দলের অধিনায়ক কত টাকা পাচ্ছেন?

আর ক্রীড়ামোদিদের সৌজন্যে সেই তালিকাও প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।

তালিকায় সবার আগে আছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। এবারের আইপিএলে কোহলি পাচ্ছেন সর্বোচ্চ ১৭ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৯ কোটি টাকা)।

চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা পাচ্ছেন ১৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি টাকার ওপরে)।

একই পরিমাণ অর্থ পাচ্ছেন তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও।

সমান ১২ কোটি রুপি করে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা) পাচ্ছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সানরাইজার্স হায়দরাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল পাচ্ছেন ১১ কোটি রুপি (প্রায় সাড়ে ১২ কোটি টাকা)।

কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দিনেশ কার্তিক ৭.৪ কোটি (প্রায় সাড়ে ৮ কোটি টাকা) এবং দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার পাচ্ছেন ৭.৫ কোটি রুপি (সাড়ে ৬ কোটি টাকার ওপরে)।

তথ্যসূত্র: টাইমস নাউ