মৌলভীবাজারে সাংবাদিক রাধিকা মোহন গোস্বামী স্মৃতি পদক-২০ বিতরণ

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

মৌলভীবাজারে সাংবাদিক রাধিকা মোহন গোস্বামী স্মৃতি পদক-২০ বিতরণ

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের প্রয়াত বিশিষ্ট সাংবাদিক রাধিকা মোহন গোস্বামী স্মৃতি পদক ২০২০ করোনাকালে স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে ইমজার সভাপতি শাহ অলিদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য মো: নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ,মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক প্রমুখ।
পরে করোনাকালীন স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনের জন্য বিজয়ী সাংবাদিকদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ