গোলাপগঞ্জের লক্ষ্মীপাশায় ইউপি উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী আফজাল হোসেন

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

গোলাপগঞ্জের লক্ষ্মীপাশায় ইউপি উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী আফজাল হোসেন

অনলাইন ডেস্ক : গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীকে সর্বসম্মতিতে জেলা ছাত্রদলের সাবেক তথ্য বিষয়ক সম্পাদক আফজাল হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৯ সেপ্টেম্বর লক্ষ্মীপাশা ইউনিয়নের একটি অভিজাত সেন্টারে সিলেট জেলা ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সাল, সদস্য আব্দুল আহাদ খান জামাল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল গফুর, সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, সদস্য পৌর প্যানেল চেয়ারম্যান হেলালুজ্জান হেলাল, সদস্য আতাউর রহমান উতু, সদস্য জামাল আহমদ জামাল, সদস্য মামুনুর রশীদ মামুন, সদস্য ফখরুল ইসলাম, জেলা বিএনপি সেচ্ছা বিষয়ক সম্পাদক লায়েছ আহমেদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নবীদ, কামাল উদ্দিন বেলাল, কামাল আহমেদ, ইসমাইল হোসেন বাচ্চু, নজরুল ইসলাম মজা। গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলামের পরিচালনায় এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নুরুল ইসলাম।
এদিকে আগামী ইউপি নির্বাচনে লক্ষিপাশায় ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে আফজল হোসেন কে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও সহযোগিতা চান তিনি।