সিলেটে গণধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

সিলেটে গণধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক :: সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা এলাকা থেকে গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাত দেড়টার দিকে গালমশাহ গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় জালালাবাদ থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গালমশাহ গ্রামের মৃত তখন মিয়ার ছেলে আব্দুল হক উরফে আব্দুল আহাদ (৩১) ও একই গ্রামের মবশর আলীর ছেলে লাল মিয়া (৩১) কে গ্রেফতার করে পুলিশ।