খাদিমনগরে চুরি হওয়া গরুসহ গ্রেফতার ২

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

খাদিমনগরে চুরি হওয়া গরুসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক :: সিলেট শহরতলীর খাদিমনগর ইউনিয়নের মহালদিক গ্রাম থেকে চুরি হওয়া গরুসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুর ৩টার দিকে সদর উপজেলার ধোপাগুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, মিরাবাজার আগপাড়া এলাকার মৃত আব্দুল মোতালিবের ছেলে ইব্রাহিম মাহমুদ (৪৫) ও কলবাখানী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. জাহেদ (৩৮)।

জানা গেছে, শনিবার সকালে খাদিমনগর ইউনিয়নের মহালদিক গ্রাম থেকে জামাল মিয়া নামের এক ব্যক্তির গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদেরকে সন্দেহজনকভাবে আটক করেন। পরে এয়ারপোর্ট থানার এএসআই লুৎফুরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চুরির বিষয়টি নিশ্চিত হয়। এসময় গরুসহ তাদেরকে আটক করা হয়।

এ ঘটনায় জামাল মিয়া বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে এ মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ