সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
অনলাইন ডেস্ক :: সিলেট শহরতলীর খাদিমনগর ইউনিয়নের মহালদিক গ্রাম থেকে চুরি হওয়া গরুসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুর ৩টার দিকে সদর উপজেলার ধোপাগুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, মিরাবাজার আগপাড়া এলাকার মৃত আব্দুল মোতালিবের ছেলে ইব্রাহিম মাহমুদ (৪৫) ও কলবাখানী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. জাহেদ (৩৮)।
জানা গেছে, শনিবার সকালে খাদিমনগর ইউনিয়নের মহালদিক গ্রাম থেকে জামাল মিয়া নামের এক ব্যক্তির গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদেরকে সন্দেহজনকভাবে আটক করেন। পরে এয়ারপোর্ট থানার এএসআই লুৎফুরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চুরির বিষয়টি নিশ্চিত হয়। এসময় গরুসহ তাদেরকে আটক করা হয়।
এ ঘটনায় জামাল মিয়া বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে এ মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি