জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন যারা

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন যারা

স্পোর্টস ডেস্ক :

শ্রীলংকান ক্রিকেট বোর্ডের বিভিন্ন শর্তের কারণে গত সপ্তাহে সফরে না যাওয়ার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে লংকান ক্রিকেট বোর্ড এখনও সফরের ব্যাপারে বাংলাদেশকে আশ্বস্ত করে যাচ্ছে। সোমবার শ্রীলংকার সিদ্ধান্ত জানা যেতে পারে।

তিন ম্যাচের আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে এ মাসের শেষ দিকেই সফরে যেতে পারে বাংলাদেশ দল। এই সফরকে সামনে রেখে শনিবার স্কিল ক্যাম্পের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

বিসিবির ঘোষিত স্কিল ক্যাম্পে আছেন- তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, সৌম্য সরকার, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন।

ক্যাম্পে আরও আছেন- মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সাইফ হাসান।