সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
স্পোর্টস ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর শুরু হচ্ছে আর কিছু সময় পর। আইপিএলের গত ১১ আসরে ধারাবাহিক খেলেছেন শ্রীলংকান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। ব্যক্তিগত কারণে এবছর আইপিএল খেলতে পারছেন না তিনি।
মালিঙ্গার অবর্তমানে জসপ্রিত বুমরাহ লংকান পেসারের ঘাটতি পুষিয়ে নিতে পারবেন। এমনটিই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি।
স্টার স্পোর্টসে ব্রেটলি বলেছেন, কয়েক বছর আগে দৃশ্যপটে আসার পর থেকে আমি সবসময়ই বুমরাহর ভক্ত। তার বোলিং অ্যাকশন আলাদা, সে দুই দিক থেকেই সুইং করাতে পারে। নতুন বলে সে খুবই ভালো, তবে আমি বেশি পছন্দ করি তার পুরোনো বলের বোলিং। এ কারণেই মনে করি, মালিঙ্গার ঘাটতি সে পূরণ করতে পারবে এবং শেষের ওভারগুলোয় ভালো করবে।
তিনি আরও বলেছেন, বুমরাহ ১৪০ কিলোমিটার গতিতে নিয়মিত বল করতে পারে এবং সোজা ব্যাটসম্যানের পায়ের গোড়ায় বল ফেলতে পারে। ধারাবাহিকভাবে ইয়র্কার করে যেতে পারে, যেটা খুব কম বোলারই পারে। এজন্যই সে মালিঙ্গার অভাব পুষিয়ে দিতে পারে।
লাসিথ মালিঙ্গা আইপিএল ক্যারিয়ারের পুরোটা সময় খেলেছেন মুম্বাইয়ে। ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল যাত্রা শুরু হয় বুমরাহর। ফ্রাঞ্চাইজি এ টুর্নামেন্টে অভিষেকের পর থেকেই মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন বুমরাহ। সেই পারফরম্যান্সের সুবাদেই ভারতীয় দলে সুযোগ পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
আইপিএলের গত আসরে বুমরাহ ১৯ উইকেট শিকার করেছিলেন। ফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে দলের শিরোপা জয়ে অবদান রেখে ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন বুমরাহ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি