এমপি পঙ্কজ দেবনাথ করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

এমপি পঙ্কজ দেবনাথ করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে সরকারদলীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। তিনি ঢাকায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

শুক্রবার বিকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এমপি পঙ্কজ দেবনাথ নিজেই গণমাধ্যমকে তার করোনা আক্রান্তের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গত বুধবার তিনি জ্বরে আক্রান্ত হন। সঙ্গে শরীরব্যথা শুরু হয়। এরপর তিনি করোনা পরীক্ষা করান। শুক্রবার বিকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

জ্বর ও শরীর ব্যথা ছাড়া অন্য কোনো উপসর্গ নেই বলে জানান এমপি পঙ্কজ। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ