ফলাফলে উচ্ছ্বাস সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩

ফলাফলে উচ্ছ্বাস সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে

অনলাইন ডেস্ক

এইচএসসি পরীক্ষায় ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ১০৭৫ জনের মধ্যে ১০১৫ জন জিপিএ ৫ পেয়েছে। পাসের হার ৯৯.৮১ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে ৬৯৮ জনে ৬৯৪ জন, ব্যবসায় বিভাগ থেকে ১৮৮ জন থেকে ১৬২ জন এবং মানবিক বিভাগে ১৮৯ জনে ১৫৯ জন জিপিএ -৫ পেয়ে অনন্য ফলাফল অর্জন করেছে প্রতিষ্ঠানটি। চমকপ্রদ ফলাফলে উচ্ছ্বাসে ভাসছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।

ফলাফল সম্পর্কে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা বলেন, করোনা উত্তরকালে আমরা পাঠের সুশৃঙ্খল ধারাবাহিকতায় ফিরে আসতে পেরেছি, তাই এইচএসসিতে কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব হয়েছে। শিক্ষকদের চেষ্টা ও শিক্ষার্থীদের অদম্য সাধনার ফলে এমন ফল অর্জন সম্ভব হয়েছে।

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ