গোপালগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩

গোপালগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জের গোবরা ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়নের চরগোবরা শহীদ গোলজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা আগামী নির্বাচনে যাতে কোন বিতর্কিত ব্যক্তি ইউনিয়নের চেয়ারম্যান হতে না পারে সে দিকে সজাগ দৃস্টি রাখার আহবান জানান।

মতবিনিময় সভায় চেয়াম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিকরুল ইসলাম ফকির, সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী, সদর থানা যুব লীগের সহ সভাপতি মুন্সী রফিকুল ইসলাম শামিম, বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ, মুন্সী কামুরজ্জামান কামরুল, মিকাইল হোসেন চৌধুরী, মাহাবুব আলী মোল্লা, মোঃ মঈন উদ্দিন এবং স্থানীয় মুরব্বি মুন্সী নুরুল ইসলাম ও চৌধুরী আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ