বাবর আজমকে নিচে নামিয়ে দেয়া উচিত: হাফিজ

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

বাবর আজমকে নিচে নামিয়ে দেয়া উচিত: হাফিজ

স্পোর্টস ডেস্ক :
সিরিজ না জিতলেও ইংল্যান্ডে ব্যাটে দ্যুতি ছড়িয়েছেন ৩৯ বছর বয়সী পাক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

সিরিজে দুদলের মধ্যে সর্বোচ্চ রান তারই। ইংল্যান্ডের বিপক্ষের টি-টোয়েন্টি সিরিজে ১৭৬.১৩ স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছেন তিনি।

এবার দৃষ্টি অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবুয়ের দিকে। আগামী মাসে (অক্টোবরে) ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ রয়েছে পাকিস্তানের।

সেই সিরিজ বিষয়ে নিজের মতামত দিতে গিয়ে পাকিস্তানের অর্ডারে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন হাফিজ। দলের অধিনায়ক বাবর আজমকে ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামিয়ে দিতে পরামর্শ দিলেন টিম ম্যানেজমেন্টকে।

দেশের সেরা ব্যাটসম্যানকে এই সিরিজে নিচের দিকে খেলিয়ে ঘরোয়া ক্রিকেট থেকে ভালো ওপেনিং ব্যাটসম্যান খুঁজে বের করার বুদ্ধি দিলেন হাফিজ।

সম্প্রতি একটি নিউজ চ্যানেলের সঙ্গে আলাপকালে হাফিজ বলেন, ‘আমার মনে হয় জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজে আমাদের নতুন ওপেনিং জুটি দিয়ে পরীক্ষা করা উচিত। আমার মনে হয়, বাবরের আরও নিচের দিকে খেলা উচিত। এ ধরনের সিরিজে ভালো সুযোগ থাকে বেঞ্চের শক্তি পরীক্ষা করে নেয়া এবং সিনিয়রদের বিশ্রাম দেয়ার।’

জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

তথ্যসূত্র: পাকিস্তান ক্রিকেট

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ