সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০
অনলাইন ডেস্ক :
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ছাড়াল। এভাবে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়তে থাকায় সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গত কয়েক সপ্তাহ ধরেই ভারতের বেশ কিছু রাজ্যে আশঙ্কাজনকহারে করোনার সংক্রমণ বাড়তে শুরু করায় জরুরি বৈঠক ডাকা হয়েছে। খবর এনডিটিভি।
বর্তমানে রাজধানী দিল্লি, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশসহ বেশ কিছু রাজ্য করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৬০৫ জন। ফলে দেশটিতে এর মধ্যেই আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ছাড়িয়ে গেছে।
এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ৬১৯। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ৯৪ হাজার ৬১২ জন।
এদিকে ভারতে সুস্থতার হার ৭৯ দশমিক ২৮ শতাংশ। এখন পর্যন্ত করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে মারা গেছে ১ হাজার ১৩৩ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ হাজার ৭৫২ জন।
ভারতে মোট সংক্রমণের ৬০ ভাগই মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক এবং উত্তরপ্রদেশের। সেপ্টেম্বরের শুরু থেকেই ভারতে দৈনিক সংক্রমণ প্রায় লাখের কাছাকাছি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি