ইতালিয়ান ওপেন থেকে ৯ বারের চ্যাম্পিয়ন নাদালের বিদায়

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

ইতালিয়ান ওপেন থেকে ৯ বারের চ্যাম্পিয়ন নাদালের বিদায়

 

স্পোর্টস ডেস্ক

ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন প্রতিযোগিতাটির ৯ বারের চ্যাম্পিয়ন টেনিস তারকা রাফায়েল নাদাল।

আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্তজম্যানের কাছে খুব বাজে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হলো তাকে।

শনিবার রাতে রোমে শোয়ার্তজম্যানের কাছে ৬-২, ৭-৫ গেমে হারেন ১৯টি গ্র্যান্ডস্লামজয়ী খেলোয়াড় নাদাল। ক্যারিয়ারে এই প্রথম নাদাল হার মানলেন আমেরিকান ডিয়েগো শোয়ার্তজম্যানের কাছে।

নাদাল হারলেও কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছেন বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে থাকা সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।

জার্মানির ডমিনিক কোয়েপফারকে ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারান ১৭টি গ্র্যান্ডস্লামজয়ী এ খেলোয়াড়। সেমিফাইনালে নরওয়ের কাস্পার রাডের মুখোমুখি হবেন জকোভিচ।

তথ্যসূত্র: ইএসপিএন