বিলাওয়ালের ফোন, ইমরানবিরোধী কনফারেন্সে বক্তব্য দেবেন নওয়াজ

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

বিলাওয়ালের ফোন, ইমরানবিরোধী কনফারেন্সে বক্তব্য দেবেন নওয়াজ

অনলাইন ডেস্ক ::
পাকিস্তানে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারবিরোধী ঐক্য জোরদার হচ্ছে। আজ সরকারবিরোধী ১২ টি দল রাজধানী ইসলামাবাদের একটি হোটে কনফারেন্স করছে। এতে লন্ডন থেকে বক্তব্য দেবেন দেশটির পদচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ প্রধান নওয়াজ শরীফ। বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এই কনফারেন্সের আয়োজক। খবর দ্য ডনের।

পিপিপি চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো জারদারি নওয়াজকে এই বৈঠকে অংশ নিতে ফোন করেন। প্রায় ১০ মাস ধরে যুক্তরাজ্যে থাকা দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (৭০) এতে সাড়া দিয়ে বৈঠকে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন। এই বৈঠকে মরিয়াম নওয়াজও অংশ নেবেন।

ডন পিপিপির নেতা বিলাওয়ালের এক টুইট বার্তা নিয়ে শনিবার প্রতিবেদন প্রকাশ করে। নওয়াজকে ফোন করার বিষয়টি নিশ্চিত করে শুক্রবার রাতে টুইট করেন বিলাওয়াল ভুট্টো। এতে বলা হয়, তিনি শুক্রবার রাতেই নওয়াজের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং পাকিস্তানের বিরোধী দলগুলোর সম্মেলনে অংশ নিতে তাকে আমন্ত্রণ জানান। নওয়াজ এতে সাড়া দিয়েছেন।

কারাগার থেকে জামিনে বের হওয়ার পর নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের আদালত। গত বৃহস্পতিবার লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ওই পরোয়ানা পৌঁছায়। ২০১৮ সালের ডিসেম্বরে এক মামলায় ৭ বছরের কারাদণ্ড হয় নওয়াজের। পরে চিকিৎসার জন্য ইমরান খান সরকার তার জামিনের ব্যবস্থা করেন। এরপর চিকিৎসার জন্য ২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ। দেশে ফেরার জন্য তাকে আট সপ্তাহ সময় দেয়া হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি ফিরতে পারেননি বলে জানিয়েছে তার আইনজীবী। সব মিলিয়ে গত দুই বছর রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যম থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় আছেন নওয়াজ। পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় আদালতের রায়ে ২০১৭ সালের ২৮ জুলাই প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল নওয়াজ শরিফকে।

নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগের (এন) সিনেটর মুসাদিক মালিক জানিয়েছেন, তাদের নেতা (নওয়াজ শরিফ) এমপিসিতে ভার্চ্যুয়ালি যোগ দেবেন। মুসাদিক এক টিভি টকশোতে বলেন, নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজও এই সম্মেলনে অংশ নেবেন। বিলাওয়ালের টুইটের পরপরই টুইট করেন মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। তিনি টুইটে বিলাওয়ালকে ধন্যবাদ জানান ও তার জন্য শুভকামনা করেন।

পিপিপির উদ্যোগে বিরোধী দলগুলো ‘দুঃশাসন, চিনি ও গম কেলেঙ্কারি এবং মুদ্রাস্ফীতির অভিযোগ’ এনে প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিরুদ্ধে এই সম্মেলন করতে যাচ্ছে।

কনফারেন্সে পিপিপি, পাকিস্তান মুসলিম লীগ, আওয়ামী ন্যাশনাল পার্টি, কোয়ামি ওয়াতান পার্টি, পাখতুয়ানখাওয়া মিলি আওয়ামী পার্টি, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি, জমিয়াতুল হাদিসসহ অন্যান্য দল অংশ নিচ্ছে।

বৈঠকে নওয়াজ শরিফের দল (পিএমএল-এন) থেকে শাহবাজ শরিফ, শাহিদ খাগান আব্বাসি, আহসান ইকবাল, খাজা আসিফ, আয়াজ সাদিক, আমের মাকাম ও মারিয়াম নওয়াজের উপস্থিত থাকার কথা রয়েছে। জামিয়াত উলামা-ই-ইসলামের (এফ) পক্ষ থেকে দলটির প্রেসিডেন্ট মাওলানা ফজলুর রেহমান, আকরাম দুরানি ও আবদুল গাফফার হায়দারি অংশ নেবেন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ