সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০
বিমানে ভ্রমনের ক্ষেত্রে বোর্ডিং পাস নেয়ার পরে নিরাপত্তা চেকিং এর জন্য সংশ্লিষ্ট চেকিং পোস্টে পকেটের মানিব্যাগ থেকে শুরু করে মোবাইল,হাতের ঘড়ি,পায়ের সেন্ডেল এমনকি কোমরের বেল্ট অর্থাৎ যা কিছু থাকে সাথে সব খুলে ট্রে এর মধ্যে রাখতে হয়। সে ট্রে যায় স্কেনিং মেশিন এর ভেতর দিয়ে। এর পর আবার বডি চেকিং এর জন্য দুহাত উঁচু করে নিরাপত্তা কর্মীর সামনে দাঁড়িয়ে থাকতে হয়। সে তার হাতের যন্ত্র দিয়ে বডি চেক করে। ভাল কথা,মোবাইল ইলেক্ট্রনিক জিনিস তাই ট্রেতে রাখলাম,সেন্ডেল এবং পায়ের মধ্যে করে কিছু নেয়া হচ্ছে কি না তা দেখার জন্য খুলে রাখলাম, হাতের ঘড়ি হাতে দেখা যাচ্ছে, মানি ব্যাগ খুলে দেখানো যায়, পরনের ব্যাল্ট দেখা যাচ্ছে, দেখা না গেলে শার্ট বা গেঞ্জি উঠায়ে দেখানো যায়। তাদের কি উন্নতমানের এমন মেশিন নাই, যে মেশিনে বডি চেকিং এর সময় সব চেকিং একত্রে হয়ে যাবে? এসব খোলার প্রয়োজন না হয়। এখানে বেশ ভিড় জমে থাকে। ভিড়ের মাঝে তাড়াহুড়ো করে অনেক কিছু ফেলে যাওয়ার আশংকা উড়িয়ে দেয়া যায় না। বিমানের শারীরিক নিরাপত্তা চেকিং ব্যবস্থা আরও আধুনিকায়ন করা দরকার বলে মনে করি।
সৈয়দ তৈয়বুর রহমান সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক,সিলেট।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি