সিলেটের ডিসি ও পরিবেশের ডিজিসহ ৩ জনের বিরুদ্ধে হাইকাের্টের রুল

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

সিলেটের ডিসি ও পরিবেশের ডিজিসহ ৩ জনের বিরুদ্ধে হাইকাের্টের রুল

নিজস্ব প্রতিবেদক :: আদালত অবমাননার অভিযােগে কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না- এই মর্মে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. এ কে এম রফিক আহমদ, পরিবেশ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ডিরেক্টর) মাে. এমরান হােসেন ও সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলামের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকাের্ট।

সিলেটের কানাইঘাট উপজেলার সাউদগ্রামের সামসুল হকের পুত্র ও সামসুন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মাে. সাবেল আহমদের কনটেম্পট পিটিশনের (নং-২৯১/২০) শুনানী শেষে গত ১৬ সেপ্টেম্বর বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খিজির হায়াত-এর বেঞ্চ এ রুল জারি করে বিবাদীদের এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন।

এর আগে সিলেটের কানাইঘাটের লােভা নদীর দুই তীরে জমাকৃত পাথর নিয়ে দাখিলকৃত এক রিটের শুনানী শেষে গত ২৮ জুলাই একটি আদেশ দিয়েছিলেন হাইকাের্টের বিচারপতি তারিক উল হাকিম। আদেশে উল্লেখিত বিবাদীদের সংশ্লিষ্ট বিষয় বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছিল। তবে তারা আদালতের আদেশ অমান্য করায় সাবেল আহমদ হাইকাের্টে এই কনটেম্পট পিটিশন দাখিল করলে দুই বিচারপতির যৌথ বেঞ্চ এই রুল জারি করেন।