সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: আদালত অবমাননার অভিযােগে কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না- এই মর্মে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. এ কে এম রফিক আহমদ, পরিবেশ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ডিরেক্টর) মাে. এমরান হােসেন ও সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলামের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকাের্ট।
সিলেটের কানাইঘাট উপজেলার সাউদগ্রামের সামসুল হকের পুত্র ও সামসুন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মাে. সাবেল আহমদের কনটেম্পট পিটিশনের (নং-২৯১/২০) শুনানী শেষে গত ১৬ সেপ্টেম্বর বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খিজির হায়াত-এর বেঞ্চ এ রুল জারি করে বিবাদীদের এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন।
এর আগে সিলেটের কানাইঘাটের লােভা নদীর দুই তীরে জমাকৃত পাথর নিয়ে দাখিলকৃত এক রিটের শুনানী শেষে গত ২৮ জুলাই একটি আদেশ দিয়েছিলেন হাইকাের্টের বিচারপতি তারিক উল হাকিম। আদেশে উল্লেখিত বিবাদীদের সংশ্লিষ্ট বিষয় বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছিল। তবে তারা আদালতের আদেশ অমান্য করায় সাবেল আহমদ হাইকাের্টে এই কনটেম্পট পিটিশন দাখিল করলে দুই বিচারপতির যৌথ বেঞ্চ এই রুল জারি করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি