সড়ক দুর্ঘটনায় নিহত ঘানার ছয় ফুটবলার

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

সড়ক দুর্ঘটনায় নিহত ঘানার ছয় ফুটবলার

স্পোর্টস ডেস্ক :

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঘানার বয়সভিত্তিক দলের ছয় কিশোর ফুটবলার।

শনিবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এ খবর নিশ্চিত করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)।

কিশোর ফুটবলারদের বহনকারী বাসটি নদীতে পড়ে গেলে ছয়জন ফুটবলার নিহত এবং আহত হয় আরও ৩০ জন। দুর্ঘটনাটি ঘটেছে ঘানার আশান্তি রাজ্যের কুমাসি-অফিনসো রোডে।

দেশটির জাতীয় কিশোর কমিটিও (এনজেসি) ছয় কিশোর ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

নিহত ছয় কিশোর ফুটবলার এবং তাদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে জিএফএ ও এনজেসি।