বুধবারীবাজার ইউনয়ন ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে সালমান কাদের দিপু

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

বুধবারীবাজার ইউনয়ন ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে সালমান কাদের দিপু
বাংলাদেশ ছাত্রলীগ ০৫নং বুধবারীবাজার ইউনিয়ন শাখার গতিশীলতা রক্ষায় সহ-সভাপতি পদে কুশিয়ারা নিউজ ডটকমের সম্পাদক সালমান কাদের দিপুকে মনোনীত করা হয়েছে।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ রাপু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুলন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক দক্ষতা ও মুজিবীয় আদর্শের প্রতি আনুগত্য এবং অত্র সংগঠনের প্রতি অবদান বিবেচনায় সালমান কাদের দিপুকে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে।
বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রলীগের এক বিশেষ সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক এ মনোনয়ন প্রদান করা হয়।
এছাড়া, একই সভায় সিদ্ধান্ত মোতাবেক যুগ্ম-সাধরণ সম্পাদক পদে যথাক্রমে অহিদুজ্জামান সৈকত, জাহেদ আহমদ, খালেদ আহমদকে এবং সাংগঠনিক সম্পাদক পদে ইমন আহমদ ও মুরাদ আহমদকেও মনোনীত করা হয়।
এদিকে, নতুন মনোনীত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামীলীগ, ছাত্রলীগ-সহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।