সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
ছাতক প্রতিনিধি:: ছাতকে ইউপি চেয়ারম্যানের উপর হামলা ও মামলা দায়েরের প্রতিবাদে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি প্রত্যাহার করেছে এলাকাবাসী। থানা পুলিশের হস্থক্ষেপে এলাকাবাসীর ঘোষিত সকল কর্মসূচি প্রত্যাহার করেছে বলে জানা গেছে।
জানা যায়, সম্প্রতি কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মুক্তিরগাও-হরিষপুর গ্রামের বাসিন্দা নজরুল হকের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলে ফুসে উঠে মুক্তিরগাঁওসহ আট গ্রামের লোকজন। এরই প্রতিবাদে রবিবার সকালে ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদানসহ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালনের উদ্দেশ্যে মুক্তিরগাও পয়েন্টে লোকজন জড়ো হতে থাকে।
এ খবর পেয়ে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আহমেদ সনজুর মোর্শেদ শাহিন ও সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে ওসির হস্তক্ষেপে এলাকাবাসী তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করেন।
এসময় আরশ আলী মেম্বার, উস্তার আলী মেম্বার, আব্দুল মতিন মেম্বার, জহর লাল দাস, আলা উদ্দিন, ফজলু মিয়া মেম্বার, নজু মিয়া, শামছুল হক, ইজাজুল হক রনি, অধ্যাপক ফখর উদ্দিন স্বপন, তেরাব আলী, ওয়ারিছ আলী, শফিক মিয়া, শরীফ হোসেন সুরুজ, হাফিজ জমির আলী, নূরুল হক, ছয়ফুল আলম, কমর আলী, কবির হোসেন, ফজলু মিয়া, ইলিয়াস আলী, সাজ্জাদ হোসেন, বাবুল মিয়া, হানিফ আলী, আনোয়ার হোসেন, মাহমুদ আলী, ওয়াহিদ মিয়া, ইলিয়াস, ময়না মিয়া, মদরিছ আলী, আয়ূব আলী, মজমিল আলী, সাইদুল হকসহ মুক্তিরগাও, শিমুলতলা, হরিষপুর অষ্টগ্রাম এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি