সিরিআয় ফিরেছে দর্শক, জুভেন্টাসের দাপুটে জয়

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

সিরিআয় ফিরেছে দর্শক, জুভেন্টাসের দাপুটে জয়

 

স্পোর্টস ডেস্ক

করোনা বিরতির পর এই প্রথম মাঠে দর্শক নিয়ে ফিরল ইতালিয়ান লিগ সিরিআ। আর নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল।

রোববার রাতের ম্যাচে সর্বোচ্চ এক হাজার দর্শক প্রবেশে অনুমতি দেয়া হয়। ফলে স্বল্পসংখ্যক দর্শক নিয়েই নতুন মৌসুম শুরু করল সিরিআ।
আর এত হাজার দর্শক পেয়েই যেন চাঙ্গা হয়ে গেল পিরলোর দল।

রোববারের ম্যাচে অভিষেক ঘটে সুইডিশ উইঙ্গার দেয়ান কুলুসেভসকিও। আর অভিষেকেই নিজের জাত চেনালেন কুলুসেভসকিও।

ম্যাচের ১৩ মিনিটেই প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। ম্যাচে ২৪ মিনিটের ব্যবধান ২-০ হতে পারত। তবে ভাগ্য পক্ষে যায়নি রোনাল্ডোর। ক্রসবারে লেগে ফিরে আসে রোনাল্ডোর শট।

১-০তে সন্তুষ্ট থেকেই বিরতিতে যায় জুভেন্টাস।

দ্বিতীয়ার্ধে নেমে প্রথম ৩০ মিনিটে গোলের দেখা পায়নি জুভেন্টাস। গোল শোধও করতে পারেনি সাম্পদোরিয়া।

তবে ম্যাচের ৭৮ মিনিটে গোলের দেখা পান লিওনার্দো বুনোচ্চি। ব্যবধান ২-০ করেন। ৮৮ মিনিটে অবশেষে সফল হন রোনাল্ডো।

রামোসের পাস থেকে কোনাকুনি শটে দুর্দান্ত গোল করেন পর্তুগিজ তারকা।

ফলে ৩-০তে সাম্পদোরিয়াকে উড়িয়ে দিয়ে সিরিআয় শুভসূচনা করল জুভেন্টাস। এ জয়ে কোচ হিসেবেও চমৎকার তা প্রমাণ দিলেন কিংবদন্তি মিডফিল্ডার পিরলো।