সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
সংবাদ বিজ্ঞপ্তি :: সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরাম ও বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানী গ্লোবাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর ৩৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
সকালে হযরত শাহজালাল রহ: এর মাজার সংলগ্ন বঙ্গবীর ওসমানীর মাজারে সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, ফাতেহা পাঠ শেষে তিনি সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। বিকালে নগরীর সুরমা ম্যানশনের ৩য় তলায় সিলেট বিভাগ গণদাবী ফোরাম কার্যালয়ে বঙ্গবীর ওসমানীর জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডাভোকেট, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন, বৃক্ষপ্রেমিক আব্দুল গফফার উমরা মিয়া, সমাজসেবী শফিকুর রহমান, গীতিকার বাহাউদ্দিন বাহার, জেলার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, ওয়াহিদুর রহমান এডভোকেট, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, মলয় চক্রবর্তী এডভোকেট, এম.এ জলিল, বাংলা এ্যাড এর পরিচালক বি.ডি.এন বিধু প্রমুখ।
সভায় বক্তাগণ বঙ্গবীর ওসমানীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে ভবিষ্যত প্রজন্মের কাছে ওসমানীকে তুলে ধরার জন্য বিভিন্ন দাবী উপস্থাপন করেন। বক্তাগণ বাংলাদেশে একমাত্র বঙ্গবীর খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা জেনারেল ওসমানীকে বঙ্গবীর ঘোষণার স্বীকৃতির নিদর্শন স্বরূপ রাষ্ট্রীয় গ্রেজেট প্রকাশ করা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ওসমানীর জীবনী অন্তর্ভুক্ত করা, সিলেট বিভাগের প্রবেশ দ্বার হবিগঞ্জের সায়হাম চত্বর, সিলেট জেলার প্রবেশ দ্বার মৌলভীবাজার জেলার শেরপুর গোল চত্বর, শাহজালাল বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ওসমানীর ম্যুরাল স্থাপন, জেনারেল ওসমানীর পৈত্রিক নিবাস সিলেট নগরীর নাইয়রপুলে স্থাপিত ওসমানী জাদুঘরের উন্নয়ন, সম্প্রসার ও আধুনিকায়ন করে মুক্তিযুদ্ধ ও ওসমানী গবেষণাগার স্থাপনের দাবী জানান। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি