সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
স্পোর্টস ডেস্ক
আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছে। মাত্র দুটি ম্যাচেই বিতর্কিত কয়েকটি সিদ্ধান্ত দিয়েছেন মাঠের আম্পায়াররা।
পরে প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে তারা ভুল ছিলেন।
তবে এসব ভুলকে ছাপিয়ে গতকাল দিল্লি বনাম পাঞ্জাবের ম্যাচে আম্পায়ার নিতিন মেনন যে ভুলটি করেছেন, তাতেই ম্যাচ হাতছাড়া হয়েছে প্রীতি জিন্তার দলটির।
এমনটিই মত ভারতসহ বিশ্বের বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটারের।
ওই ঘটনায় অনেকটা ক্ষোভ প্রকাশ করে ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ বলেছেন, মার্কাস স্টয়নিসকে নয়, আম্পায়াকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি দেয়া হোক।
আম্পায়ার নিতিন মেননের যেই ভুলের কারণে সুপার ওভারে গড়িয়েছে ম্যাচটি তার ভিডিও টুইটারে আপলোড করে শেবাগ লিখেছেন– ‘আমি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের সঙ্গে একমত নই। যেই আম্পায়ার শর্ট রান দিয়েছিলেন, সেই আম্পায়ারের ম্যান অব দ্য ম্যাচ পাওয়া উচিত। ওটা শর্ট রান ছিল না এবং এই ভুলই পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচের।’
শেবাগের আপলোড করা ভিডিওতে দেখা গেছে, দ্রুততার সঙ্গে ২ রান নিচ্ছেন পাঞ্জাবের দুই ব্যাটসম্যান মায়াঙ্ক ও ক্রিস জর্ডান। আর স্কয়ার লেগে দাঁড়ানো আম্পায়ার নিতিন মেনন তা পরখ করছেন।
ওই রান নেয়া শেষে নিতিন মেনন জানান, জর্ডান প্রথম রান নেয়ার সময় পপিং ক্রিজের ভেতরে ব্যাট ছোঁয়াননি। তার সিদ্ধান্ত অনুযায়ী ২টি নয়, একটি রান যোগ হয় পাঞ্জাবের স্কোরে।
অথচ ভিডিওতে স্পষ্টতই দেখা গেছে, পপিং ক্রিজ ছুঁয়েছিলেন জর্ডান।
অর্থাৎ আম্পায়ারের ভুলের কারণে ১ রান বঞ্চিত হয় পাঞ্জাব। আর ২০ ওভার শেষে দেখা যায় দিল্লি ক্যাপিটালসের সমান ১৫৭ রান করতে পেরেছে পাঞ্জাব। যদিও ওই রানটি ধরলে তা ১৫৮ হতো।
অমীমাংসিত অবস্থায় সুপার ওভারে যাওয়া লাগত না। আর সুপার ওভারেই প্রোটিয়া পেসার রাবাদার কাছে ধরাশায়ী হয়ে ম্যাচ হেরে যায় লোকেশ রাহুলের দল।
শেবাগের সেই টুইটের পর থেকে ভারতের সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে। পাঞ্জাবভক্তরা আম্পায়ার নিতিন মেননের সমালোচনায় মেতেছেন।
সেই সমালোচনার পালে হাওয়া দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও।
তিনি টুইটারে লিখেছেন, ‘এটা ১ রান শর্ট ছিল না। প্রয়োজনের সময় প্রযুক্তির সাহায্য নেয়া উচিত। কিন্তু এটা হয়তো সম্ভব হতো যদি থার্ড আম্পায়ার সময়মতো এটা খেয়াল করতেন। বিষয়টি কেমন হবে যদি ২ পয়েন্টের জন্য পাঞ্জাব পরের রাউন্ডে যেতে না পারে? খুবই কঠিন!’
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি