নবীগঞ্জে ছাত্রদলের প্যাডে ‘বাংলদেশ’, সমালোচনার ঝড়

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

নবীগঞ্জে ছাত্রদলের প্যাডে ‘বাংলদেশ’, সমালোচনার ঝড়

নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার ৬ টি ইউনিটে নবীগঞ্জ উপজেলা,চুনারুঘাট উপজেলা,আজমিরীগঞ্জ পৌর শাখা,শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ,বাহুবল ডিগ্রি কলেজ,হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা’র ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। অনুমোদন প্যাডে বাংলাদেশ বানান ভুলভাবে লেখা হয়েছে।জেলা ছাত্রদলের সভাপতি ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল’র স্বাক্ষরিত ১৮ সেপ্টেম্বর ৬ টি ইউনিটের কমিটি প্যাড নিয়ে সমালোচনার ঝড় বইছে। প্যাডে বাংলাদেশ নাম পরিবর্তন করে (বাংলদেশ) প্রচার করা হয়েছে।এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠেছে।বাংলাদেশের নাম নিয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের খামখেয়ালীপনা রাষ্ট্রের অবমাননা বলে মনে করছেন বিশিষ্টজনরা।স্থানীয় রাজনৈতিক দলের এক নেতা বলেন,প্যাড এর মধ্যে ভুল হওয়ার কারণ হল জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক দুই জন দলিয় প্যাড ব্যবহার না করে নিজের তৈরি প্যাডে কমিটি দিয়েছে তার জন্য ওই প্যাডে বাংলাদেশ বানান এর মধ্যে (বাংলদেশ)।ছাত্রদল নেতা ফেইসবুক আপলোড করছেন,মূর্খদের ধারা পরিচালিত হলে এমনই হবে। মাতৃভূমি বাংলদেশ কবে হইলো। যারা মাতৃভূমি বাংলাদেশ নাম পরিবর্তন করে (বাংলদেশ) দিয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হোক।