মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থী আজ চুড়ান্ত হতে পারে

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থী আজ চুড়ান্ত হতে পারে

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে আজ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। প্তর সম্পাক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লের সাধারণ সম্পাক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য বিধি মেনে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এ দিকে মেয়াদ উত্তীর্ণ জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে লীয় প্রার্থীরে মনোনয়ন বিতরণ ও জমা শেষ করেছে আওয়ামী লীগ। ৩টি জেলা পরিষদ, ৯টি উপজেলা পরিষদ ও ৬১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ১৬ সেপ্টেম্বর থেকে লীয় প্রার্থীরে মনোনয়ন বিতরণ ও জমা নেয় লটি। আজ সোমবার মনোনয়ন বোর্ডের সভায় চুড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে লীয় সূত্রে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ