হাওর অঞ্চলে সর্দি-জ্বর কাশি জনিত রোগ বেড়েই চলছে

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

হাওর অঞ্চলে সর্দি-জ্বর কাশি জনিত রোগ বেড়েই চলছে

রাহদ হাসান মুন্না,তাহিরপুর প্রতিনিধি : ভাঠির জনপদ হাওর বেষ্টিত এলাকা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়সর্দি,জ্বর,কাশি,শরীর ব্যথা রোগ দিন দিন তীরের গতিতে ক্রমশ বেড়েই চলছে।প্রতি দিন কয়েকশত মানুষ এই রোগ গুলোতে আক্রান্ত হচ্ছেন।নাপা-প্যারাসিটামল,হিস্টাসিন,এ্যান্টিবায়োটিক জাতীয় ওষুদের সেবা পেতে গ্রাম অঞ্চলের বাজার গুলোতে বিড় জমাচ্ছেন ওষুদ ক্রেতারা।
সারা দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর রেশ কাটতে না কাটতেই ছড়িয়ে পড়েছে সর্দি,জ্বর,কাশি জনিত রোগ।এবছর কয়েক দফা বন্যা অন্যদিকে হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন।প্রচন্ড রোদের তাপের প্রভাব পড়েছে জন-জীবনে।হাওর অঞ্চলের মানুষজন এমন পরিস্থিতে খাপ-খাইয়ে না নিতে পাড়ায় এসব রোগ ছড়িয়ে পড়েছে নারী-পুরুষ সহ ছোট বাচ্চাদের উপড়।অনেকেই ধারনা করছেন বাতাসেও ছড়িয়ে পড়েছে এসব রোগ।
সর্দি,জ্বর,কাশিতে আক্রান্তদের কাছে থেকে জানাগেছে,হটাৎ করে আবহাওয়া পরিবর্তন জনিত কারনে শরীরে (তাপ) জ্বর সহ ব্যাথা অনুভব করছেন তারা।দুই থেকে পাঁচ দিন ওষুদ সেবা গ্রহন করেও সুস্থ্য হতে পারছেন না অনেকেই।যার ফলে কর্মহীন হয়ে পড়ছেন অনেকেই।