সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
অনলাইন ডেস্ক :
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে অবস্থিত যুক্তরাষ্ট্রের অ্যান্ডারসন বিমানবাহিনীর ঘাঁটিতে চীনা বিমান বাহিনীর হামলার ডামি ভিডিও প্রকাশ করা হয়েছে। চীনের বিমান বাহিনী এই ভিডিওটি প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে, পারমাণবিক-ক্ষমতা সম্পন্ন চীনের এইচ-৬ বোমারু বিমান যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে হামলা চালাচ্ছে।
রয়টার্স জানিয়েছে, শনিবার চীনা পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনীর ওয়াইবো অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। তাইপে মার্কিন উচ্চ পদস্থ কর্মকর্তা সফরে যাওয়ার পর চীন দ্বিতীয় দিনের মতো তাইওয়ান প্রণালীতে মহড়া চালায়।
গুয়ামে বিমাঘাঁটিসহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু সামরিক স্থাপনা আছে। একে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির একটি প্রধান কেন্দ্র হিসাবে দেখা হয়। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে কোনো সংঘাতের জবাব দেওয়ার জন্য গুয়ামের এই স্থাপনাগুলো গুরুত্বপূর্ণ।
চীনের বিমানবাহিনীর বানানো ডামি ভিডিওটি ২ মিনিট ১৫ সেকেন্ডে। এতে বাজনা বাজানোর ব্যবহার হয়েছে। ভিডিওতে দেখানো হয়, বাজনার সঙ্গে সঙ্গে এইচ-৬ বিমান একটি মুরুভূমির ঘাঁটি থেকে উপরে উঠছে।
এরপর অর্ধেক পথ পেরোতেই এক পাইলট বোতাম টিপে সমুদ্রের ধারের কোনো একটি রানওয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ে দেন।
ছুড়ে দেওয়া ক্ষেপণাস্ত্র রানওয়েতে পড়ে। একটি স্যাটেলাইট চিত্রে তা দেখানো হয়। ছবিতে রানওয়েটি অবিকল অ্যান্ডারসন ঘাঁটির মতোই মনে হয়েছে। বিমান থেকে তোলা ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বিস্ফোরিত হওয়ার দৃশ্য দেখানোর পাশাপাশি ভিডিওটিতে দেখানো হয় মাটিও প্রকম্পিত হচ্ছে। আর এই কাঁপুনির সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় বাজনাও।
ভিডিওটি প্রকাশ করে সংক্ষিপ্ত এক বর্ণনায় চীনের বিমানবাহিনী লিখেছে, আমরা মাতৃভূমির আকাশ নিরাপত্তারক্ষী, আমাদের মাতৃভূমির আকাশ সুরক্ষিত রাখার আত্মবিশ্বাস এবং ক্ষমতা দুইই আছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি