সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি
আবুয়া নদীতে সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহর প্রচেষ্টায়। গত বৃহস্পতিবার ২২ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে আবুয়া নদীতে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পীর মিসবাহ। সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হলে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার একাংশের জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ার পাশাপাশি দূরত্বও কমে আসবে। প্রায় ১৩৬ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট পিসি গার্ডার এই সেতুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ বিভাগ। জানা যায়, প্রায় এক যুগেরও বেশি সময় আগে তাহিরপুর-নিয়ামতপুর-সুনামগঞ্জ সড়ক পাকা করা হলেও আবুয়া নদীতে সেতু না থাকায় সরাসরি সড়ক যোগাযোগ থেকে বঞ্চিত ছিলেন তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের কয়েক লাখ মানুষ। সেতু না থাকায় নৌপথে অধিক সময় ব্যয় করে যোগাযোগ রক্ষা করতে হতো তাদের। যে কারণে জীবন-মানের নানা সূচকে পিছিয়ে ছিলেন এই অঞ্চলের মানুষ। এসব প্রতিবন্ধকতা দূর করতে আবুয়া নদীতে একটি সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় জনতা। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, আবুয়া নদীতে সেতু নির্মাণের কাজ সমাপ্ত হলে এই অঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হবে। সহজ, কম সময়ে ও কম খরচে মানুষ জেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দ্রুততম সময়ের মধ্যে যাতে নির্মাণ কাজ শেষ হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব। আবুয়া নদীতে সেতু নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানান পীর মিসবাহ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি