ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৩

ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: ঋণ মেটাতে না পারায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে কামাল মিয়া (৪০) নামের এক এলসি ব্যবসায়ী আত্মহত্যা করেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনায় ঘটে।

কামাল ভোলাগঞ্জ উত্তর পাড়ার বাসিন্দা ও ছাতকের নিজগাঁও গ্রামের মন্নান মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী জানান, বুধবার সকালে তার স্বামীকে বাড়িতে রেখে তিনি বাবার বাড়ি যান। আসরের নামাজের পর বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ পান। দরজা খুলে তিনি দেখেন তার স্বামীর ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে।

পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে কামাল মিয়া ভোলাগঞ্জে এলসি কমিশন ব্যবসা করে আসছেন। তিনি তার এক নিকট আত্মীয়কে এলসির ভারতীয় চুনাপাথরের জন্য প্রায় ৩৫ লক্ষ টাকা দেন। বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কামাল মিয়া ঋণ করে প্রায় ২ বছর আগে এই টাকা দিয়েছিলেন। দীর্ঘদিন থেকে পাওনাদারদের টাকা পরিশোধ না করায় পাওনাদাররা ঋণের জন্য চাপ দিতে থাকেন। ঋণ পরিশোধের কোনো পথ না পাওয়ায় তার নিকট আত্মীয়ের উপর অভিমান করে কামাল মিয়া আত্মহত্যা করে কলেও জানায় তার পরিবার।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। উপস্থিত লোকজন বলতেছনি- কামাল মিয়া আত্মহত্যা করেছেন। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমনী হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ