মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের ফয়সল আহমেদ লিপনের ছেলে আবরার (৩) বাড়ির সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায়। পরে পুকুরে লাশ দেখে সকাল ১০টা দিকে উদ্ধার করা হয়।

এদিকে এর কয়েক ঘন্টা পর একই গ্রামের জহিরুল ইসলাম মিন্টুর মেয়ে তানিসা (৩) পানি ডুবে মারা যায়। তানিসা বাড়ির সকলের অগোচরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে পুকুরে লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। একই দিনে গ্রামের দুই শিশু মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ