সিলেট ইয়ারপোর্ট থানায় সাধারণ ডারেরী করেছেন ছাতকের অপু

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

সিলেট ইয়ারপোর্ট থানায় সাধারণ ডারেরী করেছেন ছাতকের অপু
ছাতক প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে মোছাঃ তানিয়া বেগম নামের একটি ফেক অাইডি। এ ঘটনায় সিলেট এয়ারপোর্ট এসএমপি থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা যায়, দু’মাস ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা মোছাঃ তানিয়া বেগম নামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন লোকজনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি ফেক অাইডি। এতে মান সম্মান হানী ঘটছে কিছু মানুষের। ২১ সেপ্টেম্বর দুপুরে ০১৭৭৮৭৩৪৪৯১ নম্বর থেকে সিলেট শহরের বনকলাপাড়ার ৬৫/৩০ নং বাসার বাসিন্ধা ও ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাষ্টগঙ্গা গ্রামের মৃত অাবুল খয়েরের ছেলে অাবুল বশর অপুর ব্যবহৃত মোবাইল (নং-০১৭১১-১৪৬০২৮) নম্বরে কল দিয়ে হুমকি দেয়া হয়। দায়ী করা হয় মোছাঃ তানিয়া বেগম নামের ফেক অাইডি ব্যবহারকারী অাবুল বশর অপুকে। কিন্তু অাবুল বশর অপু এ অাইডি তার নয় এবং তিনি ব্যবহার করেননি বলার পরও তাকে দেয়া হয় হুমকি। এতে তিনি অাতঙ্কে ভোগছেন।
এঘটনায় ভবিষ্যত প্রয়োজনে ছাতক পৌরসভার বাগবাড়ি এলাকার ভাড়াটিয়া বাসিন্ধা সিরাজ মিয়ার ছেলে অালী রাজকে অভিযুক্ত ও হুমকি দাতা উল্লেখ করে ২১ সেপ্টেম্বর সিলেট ইয়ারপোর্ট এসএমপি থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৭৮৮) দায়ের করেন অাবুল বশর অপু।