আপনার একটু সহযোগিতায় বাঁচতে পারে দোয়ারাবাজারের আসরব আলী

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

আপনার একটু সহযোগিতায় বাঁচতে পারে দোয়ারাবাজারের আসরব আলী

 এনামুল কবির মুন্নাঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নের আসরব আলী। দীর্ঘ ছয় মাস যাবত পেটে টিমরার রোগে ভুগছেন। বর্তমানে টিউমার কারণে তার নাভির নিচে ২ টি অপারেশন হয়েছে। জানা যায় তিনি উপজেলার মুরাদপুর গ্রামের মৃত রুপা মিয়ার ছেলে আসরব আলী। সাত সদস্যদের পরিবারে একমাত্র উপার্জনের ব্যক্তি সে নিজেই, অসুস্থ হওয়ার পর থেকে ভ্যানগাড়ি চালাতে পারছেন না। কিছু দিন আগে দেশ-বিদেশ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজে ২টি অপারেশন করেছেন। ডাক্তার বলেছে আরো ১টি অপারেশন লাগবে এই অপারেশন টি করালে তিনি সুস্থ হয়ে উঠবেন। জানতে চাইলে আসরব আলী জানান, আমি অসুস্থ ছিলাম দীর্ঘ দিন বিভিন্ন পত্রিকায় আমাকে নিয়ে প্রতিবেদন হওয়ার পরে। দেশ-বিদেশ থেকে অনেকেই আমাকে সাহায্য সহযোগিতা করেছেন। তাদের এই সাহায্য-সহযোগিতায় আমি দুইটি অপারেশন করেছি। ডাক্তার বলছে আরো একটি অপারেশন করলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। আমাকে আপনারা অনেক সাহায্য সহযোগিতা করেছেন তার জন্য আমি চির কৃতজ্ঞ। আমাকে আরো কিছু সাহায্য সহযোগিতা করালে আমি একটি অপারেশন করে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব। সাহায্য পাঠাতে যোগাযোগ করেন আসরব আলী মোবাইল -নাম্বার ০১৭৫৮৬০৬৩৩৫।

এ সংক্রান্ত আরও সংবাদ