নাসির উদ্দিন খানের কাছ থেকে নৌকা প্রতিকের চিঠি গ্রহন করলেন কবির-মাহমুদ

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

নাসির উদ্দিন খানের কাছ থেকে নৌকা প্রতিকের চিঠি গ্রহন করলেন কবির-মাহমুদ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রীর স্বাক্ষরিত নৌকা প্রতিকের চিঠি দলীয় প্রার্থীদের হাতে তুলে দিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান।

মঙ্গলবার রাতে তেলিহারস্থ সাধারণ সম্পাদকের রাজনৈতিক কার্যালয়ে এ প্রতিক তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এড.মাহফুজুর রহমান, সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক কবির উদ্দিন,সাবেক সদস্য আজমল আলী,আবদাল মিয়া,নুরে আলম সিরাজী,শমসের জামাল, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি,আওয়ামী লীগ নেতা এড.আব্বাস উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ,যুবলীগ নেতা সাজলু লস্কর,সুজেল তালুকদারসহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য জেলা পরিষদ, ৯ উপজেলা পরিষদ ও ৬১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।
সভা শেষে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

প্রার্থীদের তালিকায় ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনীত হন বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ ও গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ আহমদ।