রাজধানীর চকবাজারে আগুনে পুড়ল ৫ দোকান

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

রাজধানীর চকবাজারে আগুনে পুড়ল ৫ দোকান

অনলাইন ডেস্ক :

রাজধানীর চকবাজারে একটি পাঁচতলা মার্কেটের নিচতলায় অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুনে ওই ভবনের নিচতলায় পাঁচটি দোকান পুড়ে গেছে, যেগুলোতে বিয়ে ও জন্মদিনের অনুষ্ঠানে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বিক্রি করা হত।

চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার বলেন, বড় কাটারার ১ নম্বর হোল্ডিংয়ের ওই ভবন রনি মার্কেট নামে পরিচিত। প্রধান সড়কের পাশে সরু গলির মুখে ওই মার্কেট। ভবনটি ভিতরের দিকে হলে আগুনের বিপদ আরও বাড়ার শঙ্কা ছিল।

বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই মার্কেটে আগুন লাগে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ