সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
কবি আবদুল গাফফার চৌধুরীর সৃষ্টিকর্মকে আগামী প্রজন্মের হাতে তুলে ধরতে হবে: এডভোকেট তবারক হোসেইন
প্রেস বিজ্ঞপ্তি :: অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের লক্ষ্যে, আগামী প্রজন্মকে আলোর অভিসারী হিসেবে গড়ে তুলতে কবি আবদুল গাফফার দত্ত চৌধুরীর সৃষ্টিকর্মকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
কবি আবদুল গাফফার দত্ত চৌধুরী’র সুযোগ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা আলী মোসতাফা চৌধুরীর আহ্বানে গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বেলা সাড়ে বারোটায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে কবি আবদুল গাফফার দত্ত চৌধুরী স্মৃতি স্মারক ও ট্রাস্টি বোর্ড গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে এডভোকেট তবারক হোসেইন এ কথাগুলো বলেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট তবারক হোসেইন এর সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা আলী মোসতাফা চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা নিউটন তালুকদার, মেঠোসুর সম্পাদক বিমান তালুকদার, সুরমা খেলাঘর আসর সিলেট এর সাধারণ সম্পাদক ধ্রুব গৌতম, নজরুল সংগীত শিল্পী সুকোমল সেন, সংস্কৃতিক ব্যক্তিত্ব করবী দত্ত, সঙ্গীতজ্ঞ হিমাংশু বিশ্বাস প্রমূখ।
সভায় এডভোকেট তবারক হোসেইন ও শিল্পী হিমাংশু বিশ্বাসকে উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আলী মোসতাফা চৌধুরীকে সভাপতি, গণসংগীত শিল্পী ও কবি এনায়েত হাসান মানিককে সহ সভাপতি, কবি বিমান তালুকদারকে সাধারণ সম্পাদক, কবি এ কে শেরামকে সিনিয়র সদস্য, গল্পকার জামান মাহবুব, করবী দত্ত, সুকোমল সেন, ধ্রুব গৌতম ও নিউটন তালুকদারকে সাধারণ সদস্য করে নয় সদস্য বিশিষ্ট কবি আবদুল গাফফার দত্ত চৌধুরী স্মৃতি পর্ষদ গঠন করা হয়।
পর্ষদ আগামী মে মাসের মধ্যে কবি আবদুল গাফফার দত্ত চৌধুরী রচিত গানের অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য শিল্পী সুকোমল সেন’র সাথে ০১৭২০৫২১৫১৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি