রূপগঞ্জের গাউছিয়া মার্কেটে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৩

রূপগঞ্জের গাউছিয়া মার্কেটে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার গাউছিয়া মার্কেট তৃতীয় তলার মা-বাবার দোয়া ওড়না হাউজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মার্কেটে থাকা দোকানদাররা টানা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে কাঞ্চন ও ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে।
ভুলতা ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে গাউছিয়া মার্কেটের তৃতীয় তলার একটি ওড়নার দোকানে হঠাৎ আগুন লাগে। আশপাশের দোকানদাররা টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে কাঞ্চন ও ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় দোকানে থাকা মালামাল পুড়ে যায়। আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিডিপ্রতিদিন